• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
✍️শিরোনাম: মিথ্যার আগুন ও সত্যের আলো (গ্রামীন জীবনের ভুল বোঝাবুঝি ও সহীহ হাদীসের শিক্ষাভিত্তিক গল্প), রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ 💐পূর্ব পাড়ার মানতুর ছাগল খামার: এক স্বপ্নের উত্থান। ✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺তারিখ:২০/১০/২০২৫ শিরোনাম:ইব্রাহিম খায়ের সোহাগ মাখা বলদ পালন।, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ কবিতা- বেস্ট ফ্রেন্ড -কবি-সাকিলা ইসলাম 🖋️ সনেট: চুলকানির বাম আর নারীনাম🙆 মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼 প্রভাষক: আরবি বলদিআটা ফাজিল স্নাতক মাদ্রাসা। শিরোনাম: মানসিক শান্তি*  *রচনাঃ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৩/১০/২০২৫ Master’s of Book – মাস্টার্স অব বুকস” আসছে আগামী ১৫ নভেম্বর। বাংলার কথা। শিরোনাম;বেসরকারি শিক্ষকের কান্না রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৮/১০/২০২৫ 💐শিরোনাম: কৈডোলার স্মৃতিবিজড়িত সকাল ✍️লেখা: আপন ইতিহাস নির্ভর ছোট গল্প 🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫ কবিতাঃ- মান ইজ্জত সারা ✍️- রফিকুজ্জামান রফিক।

কবি, কথাসাহিত্যিক, গবেষক ও সংগঠক আমির হোসেন। দৈনিক বাংলার কথা।

Reporter Name / ১০৭ বার পড়া হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

লেখক পরিচিতি

 

কবি, কথাসাহিত্যিক, গবেষক ও সংগঠক আমির হোসেন ১৯৭৩ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. সুরুজ মিঞা ও মাতার নাম গুলবরের নেছা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষায় হাতেখড়ি। তিনি স্থানীয় কৃষ্ণনগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে মাধ্যমিক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালে বিএড ও ২০১৫ সালে এল এল বি ডিগ্রি অর্জন করেন।

 

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি-নিমন্ত্রিত তমসা (কবিতা), ঝরাফুলের সুরভি (উপন্যাস), দার্শনিক কবি মাশরেকী’র জীবন ও সাধনা (গবেষণা), ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস (গবেষণা), জলময়ূরীর পেখম (গল্প), জলের গহীনে নীল জোছনা (কবিতা), মালালার আর্তনাদ (উপন্যাস), তোমার হরিণমায়া চোখ (গল্প), চালাক কুমির ও বোকা শেয়াল (শিশুতোষ গল্প), সিঁদুরের দেয়াল (উপন্যাস), রমেশ ঋষির সংসার (গল্প), ক্লান্তিহীন এক অভিযাত্রী মোকতাদির চৌধুরী (গবেষণা), ছোটদের বঙ্গবন্ধু (গবেষণা), সুখ নগরের সারথি (কবিতা), বাঁশির সুরে পরীর নাচ (শিশুতোষ গল্প), তিতাস পাড়ের গল্প (গবেষণা), মুক্তিযুদ্ধের গল্প (গল্পগ্রন্থ), মায়াবী মদিরাক্ষি (কবিতা), বঙ্গবন্ধু ও তাঁর পরিবার (গবেষণা), অদ্বৈত’র তিতাস ও অন্যান্য প্রবন্ধ (গবেষণা) ও বৃহন্নলা (উপন্যাস), তিতাস বন্দনা (সম্পাদনা), শেখ রাসেল শৈশবে ঝরে যাওয়া ফুল (গবেষণা) ও হিরালী ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ), মহাদেবের মৃত্যুরহস্য (গল্পগ্রন্থ), বৃক্ষ পুরাণের কবিতা (কবিতা), রাতজাগা পাখি ও কুরচিফুলের সুবাস (কবিতা), আলোর শহরে তমসার রাত(কবিতা), অণুগল্প -এক(গল্পগ্রন্থ), অণুগল্প-দুই(গল্পগ্রন্থ)। তিনি সাহিত্যের ছোট কাগজ ‘স্বদেশ’ সম্পাদনা করেন। শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিকাশে এবং পাঠক সৃষ্টির লক্ষ্যে তিনি পাঠাগার আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার’ নামে একটি সুপরিচিত গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় শিল্প-সাহিত্য বিষয়ক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি সাহিত্যের বেশ কয়েকটি পত্রিকা ও সংকলনের প্রধান উপদেষ্টা, প্রধান সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যেই তিনি সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানের বক্তা ও আলোচক হিসেবে সুপরিচিত হয়ে উঠেছেন। দেশ-বিদেশ ভ্রমণ যেন শুধুই তাঁর সখ নয়, নেশায় পরিণত হয়েছে।

 

তিনি ২০০৮ সালে দৈনিক যুগান্তর পত্রিকার (স্বজন সমাবেশ) বর্ষসেরা লেখক সম্মাননা, ২০১৩ সালে তিতাস আবৃত্তি সংগঠন সম্মাননা পদক-ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে জননী সাহিত্য পদক-রাজশাহী, ২০১৪ সালে ইদ্রিস খান চেয়ারম্যান স্মৃতি সম্মাননা পদক-ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে কবি এম. আমজাদ আলী স্মৃতি পদক-রাজশাহী, ২০১৫ সালে ‘মেঠোপথ’ সাহিত্য পদক-কিশোরগঞ্জ, ২০১৮ সালে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পুরস্কার, ২০১৯ সালে সুমিতা সাহিত্যপত্র সম্মাননা-আগরতলা, ত্রিপুরা, ভারত, ২০২০ সালে কলকাতা-ঢাকা বঙ্গমৈত্রী পরিষদ কর্তৃক প্রদত্ত বঙ্গমৈত্রী পদক, ২০২১ সালে কবির কলম সম্মাননা পদক, ব্রাহ্মণবাড়িয়া, ২০২২ সালে ভারত বাংলাদেশ মৈত্রীর ৫১ বছর পূর্তি উপলক্ষে কলকাতা ভারত হতে বঙ্গবন্ধু পদক, ২০২২ সালে নজরুল আন্তর্জাতিক সাহিত্য পরিষদ কর্তৃক প্রদত্ত নজরুল পদক, ২০২২ সালে ভারত বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক প্রদত্ত শ্রীমতি ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক, ২০২৩ সালে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ, ঢাকা কর্তৃক প্রদত্ত জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩, ২০২৩ সালে বাংলাদেশ কবিতা সংসদ কর্তৃক প্রদত্ত বাংলা সাহিত্য পদ, ২০২৫ সালে লেখক উন্নয়ন কেন্দ্র ঢাকা কর্তৃক প্রদত্ত নজরুল সাহিত্য পুরস্কার লাভ করেন।

 

অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এ কথাসাহিত্যিক শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি এশিয়াটিক সোসাইটি ঢাকা এবং নজরুল একাডেমি অব ক্যালিফোর্নিয়া, ইউএসএ এর গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত পিএইচডি গবেষণা কোর্সে ভর্তি হয়ে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের সৃষ্টিকর্মের উপর গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন