কবি/ লেখক পরিচিতি :
জি এম গোলাম মোস্তফা
জন্ম: ১০ই জুলাই ১৯৯৪ খ্রিষ্টাব্দ, (২৬ শে আষাঢ় ১৪০১ বঙ্গাব্দ/১লা মহররম ১৪১৫ হিজরি ) রোজ: রবিবার।
তিনি বাংলার প্রাচীন নগরী খ্যাত পুণ্ড্রনগর তথা বগুড়া জেলার অন্তর্গত সোনাতলা থানার পাকুল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী হুয়াকুয়া গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম মোঃ তোফাজ্জল হোসেন শেখ (পেশায়: একজন কৃষক) এবং মাতার নাম মোছাঃ শিউলি বেগম ( পেশায়: গৃহিণী)। তার দাদার নাম ছিল মোঃ পিয়ারউদ্দিন শেখ ও দাদীর নাম মোছাঃ মোমেনা বেগম।তিনি তার পিতা মাতার দুই ছেলে ও দুই মেয়েসহ চার সন্তানের ভিতর ৩য়।তার বড় দুই বোন তার জন্মের আগেই মৃত্যু বরণ করেন।
শিক্ষাগত জীবনে তিনি তার নিজ গ্রাম হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক (২০০৬ সালে) এবং একই গ্রামের হুয়াকুয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (২০১২ সালে) পাশ করেন।এরপর পার্শ্ববর্তী সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজ( গাবতলি, বগুড়া) থেকে উচ্চ মাধ্যমিক (২০১৪ সালে) সম্পন্ন করে নিজ জেলা বগুড়ার স্বনামধন্য সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হোন। পরবর্তীতে সেখান থেকে তিনি বি.বি.এ (অনার্স) ও এম.বি.এ ডিগ্রী অর্জন করেন।
পেশায় বর্তমানে তিনি নিজ পড়ালেখার পাশাপাশি শিক্ষকতা (পার্টটাইম), লেখালেখি, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড এবং দেশ ও রাষ্ট্র উন্নয়নে সচেতন নাগরিকের ভূমিকা পালন করেন।তার বেশির ভাগ কবিতা/লেখা স্বদেশ প্রেম, প্রতিবাদী, বিপ্লবী, মানুষের অধিকার, গ্রাম বাংলার প্রকৃতি ও ঐতিহ্য এবং রোমান্টিক ধর্মী প্রেমময় বিষয়ের উপর।
তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম গুলো হলো: বিজয় নিশান,আঠারোর জয়গান,যুবকের প্রতি বাণী, নব বসন্তকাল, আসমানীদের রোজা-ঈদ, চাষী,গাঁও গ্রাম,বসন্তের আগমন,পারেনি ওরা পারেনি,পোড়া নাশের আর্তনাদ,চোরের দেশ, খোকার খোলা চিঠি,হঠাৎ প্রেম,কাঙ্ক্ষিত বিকেল,নীলিমার মেঘ বালিকা ইত্যাদি।