• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
✍️শিরোনাম: মিথ্যার আগুন ও সত্যের আলো (গ্রামীন জীবনের ভুল বোঝাবুঝি ও সহীহ হাদীসের শিক্ষাভিত্তিক গল্প), রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ 💐পূর্ব পাড়ার মানতুর ছাগল খামার: এক স্বপ্নের উত্থান। ✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺তারিখ:২০/১০/২০২৫ শিরোনাম:ইব্রাহিম খায়ের সোহাগ মাখা বলদ পালন।, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ কবিতা- বেস্ট ফ্রেন্ড -কবি-সাকিলা ইসলাম 🖋️ সনেট: চুলকানির বাম আর নারীনাম🙆 মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼 প্রভাষক: আরবি বলদিআটা ফাজিল স্নাতক মাদ্রাসা। শিরোনাম: মানসিক শান্তি*  *রচনাঃ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৩/১০/২০২৫ Master’s of Book – মাস্টার্স অব বুকস” আসছে আগামী ১৫ নভেম্বর। বাংলার কথা। শিরোনাম;বেসরকারি শিক্ষকের কান্না রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৮/১০/২০২৫ 💐শিরোনাম: কৈডোলার স্মৃতিবিজড়িত সকাল ✍️লেখা: আপন ইতিহাস নির্ভর ছোট গল্প 🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫ কবিতাঃ- মান ইজ্জত সারা ✍️- রফিকুজ্জামান রফিক।

কবি/ লেখক পরিচিতি : জি এম গোলাম মোস্তফা। দৈনিক বাংলার কথা।

Reporter Name / ১৫০ বার পড়া হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কবি/ লেখক পরিচিতি :

জি এম গোলাম মোস্তফা

জন্ম: ১০ই জুলাই ১৯৯৪ খ্রিষ্টাব্দ, (২৬ শে আষাঢ় ১৪০১ বঙ্গাব্দ/১লা মহররম ১৪১৫ হিজরি ) রোজ: রবিবার।

 

তিনি বাংলার প্রাচীন নগরী খ্যাত পুণ্ড্রনগর তথা বগুড়া জেলার অন্তর্গত সোনাতলা থানার পাকুল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী হুয়াকুয়া গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম মোঃ তোফাজ্জল হোসেন শেখ (পেশায়: একজন কৃষক) এবং মাতার নাম মোছাঃ শিউলি বেগম ( পেশায়: গৃহিণী)। তার দাদার নাম ছিল মোঃ পিয়ারউদ্দিন শেখ ও দাদীর নাম মোছাঃ মোমেনা বেগম।তিনি তার পিতা মাতার দুই ছেলে ও দুই মেয়েসহ চার সন্তানের ভিতর ৩য়।তার বড় দুই বোন তার জন্মের আগেই মৃত্যু বরণ করেন।

 

শিক্ষাগত জীবনে তিনি তার নিজ গ্রাম হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক (২০০৬ সালে) এবং একই গ্রামের হুয়াকুয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (২০১২ সালে) পাশ করেন।এরপর পার্শ্ববর্তী সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজ( গাবতলি, বগুড়া) থেকে উচ্চ মাধ্যমিক (২০১৪ সালে) সম্পন্ন করে নিজ জেলা বগুড়ার স্বনামধন্য সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হোন। পরবর্তীতে সেখান থেকে তিনি বি.বি.এ (অনার্স) ও এম.বি.এ ডিগ্রী অর্জন করেন।

পেশায় বর্তমানে তিনি নিজ পড়ালেখার পাশাপাশি শিক্ষকতা (পার্টটাইম), লেখালেখি, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড এবং দেশ ও রাষ্ট্র উন্নয়নে সচেতন নাগরিকের ভূমিকা পালন করেন।তার বেশির ভাগ কবিতা/লেখা স্বদেশ প্রেম, প্রতিবাদী, বিপ্লবী, মানুষের অধিকার, গ্রাম বাংলার প্রকৃতি ও ঐতিহ্য এবং রোমান্টিক ধর্মী প্রেমময় বিষয়ের উপর।

তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম গুলো হলো: বিজয় নিশান,আঠারোর জয়গান,যুবকের প্রতি বাণী, নব বসন্তকাল, আসমানীদের রোজা-ঈদ, চাষী,গাঁও গ্রাম,বসন্তের আগমন,পারেনি ওরা পারেনি,পোড়া নাশের আর্তনাদ,চোরের দেশ, খোকার খোলা চিঠি,হঠাৎ প্রেম,কাঙ্ক্ষিত বিকেল,নীলিমার মেঘ বালিকা ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন