• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
✍️শিরোনাম: মিথ্যার আগুন ও সত্যের আলো (গ্রামীন জীবনের ভুল বোঝাবুঝি ও সহীহ হাদীসের শিক্ষাভিত্তিক গল্প), রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ 💐পূর্ব পাড়ার মানতুর ছাগল খামার: এক স্বপ্নের উত্থান। ✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺তারিখ:২০/১০/২০২৫ শিরোনাম:ইব্রাহিম খায়ের সোহাগ মাখা বলদ পালন।, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ কবিতা- বেস্ট ফ্রেন্ড -কবি-সাকিলা ইসলাম 🖋️ সনেট: চুলকানির বাম আর নারীনাম🙆 মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼 প্রভাষক: আরবি বলদিআটা ফাজিল স্নাতক মাদ্রাসা। শিরোনাম: মানসিক শান্তি*  *রচনাঃ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৩/১০/২০২৫ Master’s of Book – মাস্টার্স অব বুকস” আসছে আগামী ১৫ নভেম্বর। বাংলার কথা। শিরোনাম;বেসরকারি শিক্ষকের কান্না রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৮/১০/২০২৫ 💐শিরোনাম: কৈডোলার স্মৃতিবিজড়িত সকাল ✍️লেখা: আপন ইতিহাস নির্ভর ছোট গল্প 🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫ কবিতাঃ- মান ইজ্জত সারা ✍️- রফিকুজ্জামান রফিক।

কবি পরিচিতি: এস.এম (বাঁধন)। দৈনিক বাংলার কথা।

Reporter Name / ৩৬ বার পড়া হয়েছে
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫

 

কবি পরিচিতি: এস.এম (বাঁধন) ১৯৯৬ সালের ১ পহেলা জুন নওগাঁ জেলার,মান্দা থানার সোনাপুর গ্রামে
জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে
ডানপিঠে ছিলেন।তিনি চকমনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নওগাঁ,মান্দা) থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন।পরে
২০১২ সালে বালুবাজার এস.এম উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি এবং ২০১৪ সালে মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি
পাশ করেন। ২০১৪ সালে দেশসেরা কলেজ রাজশাহী সরকারি কলেজে ইংরেজি বিভাগে
অনার্সে ভর্তি হন এবং রাজশাহী কলেজ ইংরেজি বিভাগ থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে
অনার্স মাস্টার্স শেষ করেন।উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তার লেখালেখি শুরু হয়।
তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন।
লেখাপড়ার পাশাপাশি কবিতা,গান,ছোট গল্প,উপন্যাসও লিখতেন।২০২০ সালে তার
লেখা কবিতা “আমি আজোও পারিনি”
ঢাকার স্বনামধন্য সাপ্তাহিক সাহিত্য “কবিতার জগত” সাময়িকী তে স্থান পায় এবং সেরা কবিতার স্থান অর্জন করে। শুধু লেখালেখির মাঝেই তার বিচরণ সীমাবদ্ধ ছিল না।
তিনি খুব ভালো বাংলা গান গাইতে পারেন এবং ভাল ফুটবল খেলোয়াড়ও। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে:নয়নের ভাষা,অমর সন্তান,”মা”,বাংলার অহংকার,
বেলাশেষে,ভালোবাসা,আমি আজোও পারিনি,
ক্ষত বিক্ষত হৃদয়,মোর গ্রাম,হৃদয়ের কথা,শুধু তুমি,Blessed My Life,শেষ কথা ইত্যাদি।
তার লেখা প্রথম ছোট গল্প “হৃদয় গহীনের ভালোবাসা” বাংলার কথা পত্রিকায় ২০২৪ সালের ৪ ডিসেম্বর প্রথম প্রকাশ হয়।
তার লেখা একমাত্র উপন্যাস “অনিঃশেষ ভালোবাসা”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন