• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
✍️শিরোনাম: মিথ্যার আগুন ও সত্যের আলো (গ্রামীন জীবনের ভুল বোঝাবুঝি ও সহীহ হাদীসের শিক্ষাভিত্তিক গল্প), রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ 💐পূর্ব পাড়ার মানতুর ছাগল খামার: এক স্বপ্নের উত্থান। ✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺তারিখ:২০/১০/২০২৫ শিরোনাম:ইব্রাহিম খায়ের সোহাগ মাখা বলদ পালন।, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:২৫/১০/২০২৫ কবিতা- বেস্ট ফ্রেন্ড -কবি-সাকিলা ইসলাম 🖋️ সনেট: চুলকানির বাম আর নারীনাম🙆 মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼 প্রভাষক: আরবি বলদিআটা ফাজিল স্নাতক মাদ্রাসা। শিরোনাম: মানসিক শান্তি*  *রচনাঃ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৩/১০/২০২৫ Master’s of Book – মাস্টার্স অব বুকস” আসছে আগামী ১৫ নভেম্বর। বাংলার কথা। শিরোনাম;বেসরকারি শিক্ষকের কান্না রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১৮/১০/২০২৫ 💐শিরোনাম: কৈডোলার স্মৃতিবিজড়িত সকাল ✍️লেখা: আপন ইতিহাস নির্ভর ছোট গল্প 🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫ কবিতাঃ- মান ইজ্জত সারা ✍️- রফিকুজ্জামান রফিক।

আখেরী নবী হযরত মোহাম্মদ (সঃ) বই সম্পর্কে। দৈনিক বাংলার কথা।

Reporter Name / ১৫০ বার পড়া হয়েছে
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫

 

মোহাম্মদ সঃ তোমাদের কোন পুরুষের পিতা ছিলেন না। বরং তিনি আল্লাহর রাসুল এবং আল্লাহর একমাত্র আখেরি নবী। সুরা আহযাব- আল কোরআন।

 

সৃষ্টির শুরুতে যাকে সৃষ্টি

সৃষ্টির শেষেও যার নাম

তিনিই আল্লাহর আখেরি নবী

হযরত মোহাম্মদ সঃ আলাইহি ওয়া সাল্লাম। নিঃসন্দেহে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ধর্মে পরীক্ষিত জগত সৃষ্টির শ্রেষ্ঠ মহা মানব তিনি। পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ও বিশ্ব মানবতার অতুলনীয় আদর্শ মোহাম্মদ সঃ। মুসলমান হিসেবে মনে করতাম মুসলমানরাই বুঝি নবীকে শ্রেষ্ঠ মানে। কিন্তু নবী সঃ জন্মেরও আগে যখন সনাতন হিন্দু ধর্ম বেদ পুরান গীতা খ্রিষ্টানদের ইঞ্জিল বা বাইবেলে ইহুদি ধর্মীয় গ্রন্থ বৌদ্ধ ও অন্যান্য ধর্মেও হযরত মোহাম্মদ সঃ এর আগমন বার্তা  দেখতে পাই তখন অবাক না হয়ে পারিনা। যিনি মহান সৃষ্টিকর্তা তিনিই জানেন কোন পথে চল্লে মানুষের মুক্তি ও শান্তি পাওয়া যাবে। ঐশী বা আল্লাহর বাণীর অনুসরণ ছাড়া মানবজাতির মুক্তি অসম্ভব। মোহাম্মদ সঃ আল্লাহর আখেরি নবী। কেয়ামত পযর্ন্ত পৃথিবীতে আর কোন নবী আসবে না এবং তিনিই হবেন হাশরের মাঠে আল্লাহর পরে মানবজাতির জন্য শাফায়াতকারী।তাই মানবজাতির মুক্তির জন্য একমাত্র তাকেই অনুসরণ করতে হবে। মহান আল্লাহ্ তায়ালা জগত ও মানুষ সৃষ্টির আগে হযরত মোহাম্মদ সঃ এর নুর মোবারক সৃষ্টি করেন। আদি মানব হযরত আদমকে সৃষ্টির পর প্রথম দৃষ্টিতে আকাশে দেখতে পান লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুলিল্লাহ। হযরত আদম আঃ এর বুঝতে বাকি রইলো না তার সৃষ্টির আগেও আল্লাহ্ পাক হযরত মোহাম্মদ সঃ কে সৃষ্টি করেছেন। হযরত আদম থেকে হযরত নুহ আঃ, হযরত ইব্রাহিম আঃ, হযরত ঈসা আঃ এবং হযরত মোহাম্মদ সহ হিন্দু ও বৌদ্ধ ধর্মেও উল্লেখ আছে মোহাম্মদ সঃ ই মানবজাতির শেষ পথ প্রদর্শক। প্রত‍্যেক ধর্মেই তাকে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যুগে যুগে পৃথিবীর সকল জ্ঞানী, বুদ্ধিজীবী ও গবেষকরা স্বীকার করেছেন নিঃসন্দেহে হযরত মোহাম্মদ সঃ জগতের এবং সমগ্র মানবজাতির শ্রেষ্ঠ মহা মানব। মোহাম্মদ সঃ এর জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত আল্লাহর পক্ষ থেকে তার উপর নাযিলকৃত কোরআন এবং নবী সঃ এর কর্ম ও বাণী অনুসরণে মানবজাতির কল‍্যাণ নিহিত রয়েছে। হযরত মোহাম্মদ সঃ এর জীবনী ও তার কর্ম সম্পর্কে লিখে শেষ করা আমার মতো মুর্খ প্রাণীর পক্ষে সম্ভব না। এর পরেও প্রিয় নবীজি সম্পর্কে কিছু লেখার চেষ্টা করলাম শুধু। ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হুজুর সঃ সম্পর্কে লিখতে গিয়ে আমি কোরআন হাদীস ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ সহ অনেক লেখকের লেখা থেকে সহযোগিতা নিয়েছি। যাদের লেখা থেকে সহযোগিতা নিয়েছি তাদের মোবাইল বা যোগাযোগ না থাকায় তাদের অনুমতি নিতে না পারায় ইসলাম ও মোহাম্মদ সঃ এর জ্ঞান  আদর্শ প্রচার প্রসারের স্বার্থে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার এই বইটি পড়ে যদি কারো সামান্যটুকুও উপকার হয় নবী সম্পর্কে কিছু জানতে পারে সেটাই হবে আমার লেখা ও চেষ্টার স্বার্থকতা। মহান আল্লাহ্ আমাদের সবাইকে তার প্রেরিত আখেরি নবী সঃ এর আদর্শ মতে চলার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে কবুল করুন আমিন।

 

মোস্তাক মুসা

01830574586

কক্সবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন