• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কবিতা: রাসূলের দিদার শুধু ইমানদারের রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:৪/১১/২০২৫ 🖋️ মজার গল্প: বংশের দেমাগ : এক পতনের আখ্যান। যৌবনের আর্তনাদ: এক নারীর অকথিত গল্প, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 ছোট গল্প:বাদশাহ ফরিদ উদ্দিন এর ন্যায্য মজুরি। রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম উপন্যাস :শাসন করা তারই সাজে সোহাগ করে যে।🍒 কবিতা: সময়মতো বিবাহ  রচনাঃমাওলানা মোঃ ফরিদুল ইসলাম  তারিখ:১/১১/২৩ 🖋️ গল্প: “আলেয়ার আফসোস আর সলিম উল্লাহর বোধোদয়”। রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 মজার গল্প : বাঁশ খানের ন্যায়ের বাঁশ রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম ছোট গল্প: ক্ষুদ্র প্রাণীর শক্তি রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম  গল্প: “ছাগলের বাচ্চার হক” রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

উপন্যাস একটি জানালা দুটি মন পর্ব ১৩

মোঃ আরাফাতুল ইসলাম / ২৭ বার পড়া হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

 

উপন্যাস: একটি জানালা দুটি মন পর্ব ১৩

লেখক: আরাফাতুল ইসলাম 

রাতের আলো ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। বারান্দার সামনের গাছে একজোড়া পাখি এসে বসেছে—একটা হালকা কিচিরমিচির করে, আরেকটা নিশ্চুপ।

 

তেমনি নির্জন রাত্রিতে সঙ্গী করে সাহিদা আর আরাফাত বসে আছে বারান্দার বেঞ্চে।

 

আরাফাত মৃদু স্বরে বলে, — “তোর পাশে এভাবে বসে থাকতে থাকতে, আমি নিজেই বদলে যাচ্ছি।”

 

সাহিদা মাথা হেলিয়ে ওর কাঁধে রাখে।

— “ভালোবাসা মানুষকে বদলায়। তুই বদলাচ্ছিস মানে তুই ভালোবাসছিস।”

 

চুপচাপ মুহূর্ত।

শুধু বাতাস বইছে—ভালোবাসা বইছে।

 

 

 

রাত ৯টা।

 

ভেতরের ঘরে বসে গল্প চলছে মাহিয়া, তিশা আর সাহিদার।

তিশা হুট করে বলে ওঠে,

— “এই যে তোমার আরাফাত ভাইয়ের প্রেম এত দূর, তো একবার ঘুরতে যাওয়ার প্ল্যান করা উচিত না?”

 

মাহিয়া তো চমকে যায়, — “তুই তো আগেই বলেছিলি! এখনই ঠিক করে ফেলি—মিরসরাই যাব, তিন দিনের ট্যুর!”

 

সাহিদা একটু চুপ করে।

তিশা বলে,

— “এই রোমান্স শুধু ছাদে আর বারান্দায় না, পাহাড়ের ধারে দাঁড়িয়ে হোক। রিসোর্টে রাত কাটানো হোক। সব থাকবে—ভালোবাসা, ঝরনার শব্দ আর নরম রাতের বাতাস।”

 

মাহিয়া ফোন হাতে নিয়ে কাউন্ট করতে শুরু করলো— — “আমি, তুই, সাহিদা, আর আরাফাত—চারজন… ব্যস! চারজনে একটা হোটেলে উঠবো। ঘুরবো পাহাড়, সাগর—সব!”

 

সাহিদা কাঁধ নাড়িয়ে বলে,

— “আম্মু কি রাজি হবে?”

 

মাহিয়া হেসে বলে,

— “তুই শুধু বলিস—‘মাহিয়ার সঙ্গে যাচ্ছি, তিশাও থাকবে।’ বাকি আমার দায়িত্ব।”

 

আরাফাত তখন পেছন থেকে এসে বলে,

— “আমিও যাবো?”

 

তিশা হেসে বললো,

— “তোমাকে বাদ দিলে আমাদের রোমান্টিক প্ল্যান ধ্বংস হয়ে যাবে।”

 

 

 

রাত গভীর।

 

সাহিদা আর আরাফাত ছাদে বসে। চাঁদ ঝলমল করছে।

 

আরাফাত বলে,

— “জানো, পাহাড়ের ধারায় তোকে নিয়ে বসার স্বপ্ন অনেক দিন ধরে… এবার মনে হয় সত্যি হবে।”

 

সাহিদা আস্তে বলে,

— “যেখানে তুমি আছো, সেখানে পাহাড়েরও রোমান্স থাকে। আমি যাবো।”

 

আরাফাত ওর হাত চেপে ধরে বলে,

— “তুমি পাশে থাকলেই গল্প এগোয়, জীবনও এগোয়।”

 

সাহিদা চোখ বন্ধ করে বলে,

— “তুমি না থাকলে আমি গল্পে

র মাঝপথে থেমে যেতাম।”

 

চলবে…

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো লেখা

📲 Kaj Kori App – মোবাইল দিয়ে ইনকাম করুন!

অ্যাপে রয়েছে Rocket Game, Ludo, Spin & Earn, আর্টিকেল রিডিং, রেফার বোনাস — ১০০ পয়েন্ট = ১ টাকা

📥 Kaj Kori App ডাউনলোড করুন