চাঁদের বুড়ি
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রাতের বেলায় চাঁদ উঠিলে
চাঁদের গল্প শুনি,
জোছনা রাতে চাঁদ হাসিলে
মনের স্বপ্ন বুনি।
রূপকথার ও-ই চাঁদের বুড়ি
সেথায় বসত করে,
পূর্ণিমার রাত বুড়ির চরকা
দুধ সাদা রূপ ধরে।
চরকার তালে সুতো কাটেন
হাসেন চরকা বুড়ি,
আকাশ পাড়ে দেখিনা ভাই
কোথায় উড়ায় ঘুড়ি।
চন্দ্র কলার রূপ পাল্টালে
বুড়ি কোথায় থাকে,
জোছনা রাতে ফিরে আসে
সবাই দেখি তাকে।
আমরা কেহ দেখতে পাইনা
তবুও বিশ্বাস করি,
চরকা বুড়ির কিসসা শুইনা
আমরা ঘুমায় পড়ি।
#. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল – 01825028026/01743789740্